
https://www.facebook.com/dssangbad
সোমবার দুপুরে উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা এটিকে বোমা বললেও পুলিশ প্রাথমিকভাবে তা নিশ্চিত করতে পারেনি।
বার্থী ইউনিয়ন পরিষদ সদস্য নূর মোহাম্মদ সরদার জানান, নন্দনপট্টি গ্রামের বাসিন্দা কবির ওরফে বোমা কবিরের বসতঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে ঘরের ভিতরে থাকা আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো হয়ে গেছে।
আরও পড়ুন. আন্তর্জাতিক নারী দিবস আজ
“ধারণা করা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে ঘরে বোমা মজুদ করেছিল কবির। প্রচণ্ড গরমে সেই বোমায় বিস্ফোরণ ঘটেছে।”
ঘটনাস্থল পরিদর্শন করে গৌরনদী থানার পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, “একটি বসতঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে সেটি বোমা কিনা তা এখনো নিশ্চিত নই। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ব্যাপারে কবিরের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।