খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্যানসার আক্রান্ত স্ত্রীর মৃত্যুর ১৪ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন তার স্বামীও।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন হোসনে আরা বেগম (৫৫)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। শুক্রবার সকালের দিকে তাকে দাফনের প্রস্তুতি চলছিল। হঠাৎ সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তার স্বামী মো. জব্বার মিয়া।
বেলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. আল আমিন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হোসনে আরা বেগম ও বাদ জুমা মো. জব্বার মিয়াকে বেলছড়ি কেন্দ্রীয় কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
পবিত্র শবে বরাত আগামী ১৮ মার্চ শুক্রবার
এ দম্পতির একমাত্র মেয়ে লিপি আক্তারের স্বামী মো. দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমার শাশুড়ি ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত সপ্তাহে আমার শ্বশুরও স্ট্রোক করেন। তাকে চিকিৎসাও করানো হয়। তাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই সুযোগ আর পেলাম না।
বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্যাহ বলেন, বেঁচে থাকাকালীন তাদের দুজনের গভীর সম্পর্ক ছিল। মৃত্যুও তাদের আলাদা করতে পারেনি।
কোনো প্রকারের দোকান রাখা যাবে না