গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী (৭৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজধানীর ধানমন্ডি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয় বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন তার ছেলে আহমেদ শাফি চৌধুরী।
কাওসার আহমেদ চৌধুরী শারীরিক নানা জটিলতায় বেশ কিছু দিন ধরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনাতেও আক্রান্ত হয়েছেন। ৭৫ বছর বয়সী এই গীতিকারকে বৃহস্পতিবার ওই ক্লিনিকে ভর্তি করা হলে নিবিড় পরর্চযা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। শুক্রবার দুপুরে তার রক্তে হিমোগ্লোবিন মাত্রাতিরিক্ত কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন পড়ে। অনেকদিন ধরে তিনি কিডনি ও স্নাযুজনিত জটিলতায় ভুগছেন। দুইবার স্ট্রোকও করেন।
দীর্ঘদিন ধরে দৈনিক পত্রিকায় রাশিফল গণনার মধ্য দিয়ে কাওসার আহমেদ চৌধুরী পাঠকদের কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন। তিনি এলআরবি, মাইলস, সামিনা চৌধুরী, লাকী আখন্দ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো অনেক বিখ্যাত গায়ক ও ব্যান্ডের জন্য বেশ কয়েকটি বিখ্যাত গানও লিখেছেন।
কাওসার আহমেদ চৌধুরী লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘আমায় ডেকো না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়’, ‘যেখানে সীমান্ত তোমার’, ফিডব্যাক ব্যান্ডের মৌসুমি ১, ২ ও এলআরবির ‘রুপালি গিটার ফেলে’ ইত্যাদি। এ ছাড়া তিনি বেশ কিছু নাটক রচনা ও পরিচালনা করেছেন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।