সার্চ কমিটির সদস্যরা নিজেরাই নিরপেক্ষ নন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকার অস্থির হয়ে পড়েছে। তাদের নির্বাচন কমিশন গঠন করতে হবে, তার জন্য একটি আইন করতে হবে, যদিও তার আগে তারা বলেছে এখন আইন করার সময় নাই। অথচ দেখতে পেলাম সাতদিনের মধ্যে একটি আইন তৈরি করে ফেলা হয়েছে। বস্তুত এটা নির্বাচন কমিশন গঠন আইন নয়, এটা সার্চ কমিটি গঠন আইন।’
আজ শুক্রবার বিকেলে ডিআরইউতে তাঁতীদলের উদ্যোগে সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
এর আগে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের ‘ফাঁদে’ জনগণ আর পা দেবে না। তিনি বলেন, ‘এরা (সরকার) গণতন্ত্রকে ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখন খুব কথা বলতে শুরু করেছে, আমরা সার্চ কমিটিতে নাম দিইনি কেন? সার্চ কমিটির কার্যক্রম জনগণের সঙ্গে চরম প্রতারণা।’
বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন রচনা প্রতিযোগিতা কমিটির উদ্যোগে জাতীয় ও বিভাগীয় পর্যায়ের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা উপলক্ষে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি, একইভাবে তারা তাদের ক্ষমতা ধরে রাখার জন্য নিজেদের লোকজনকে দিয়ে নির্বাচন কমিশন তৈরি করে। গণতন্ত্রকে ধ্বংস করার আওয়ামী লীগের যত পরিকল্পনা আছে এদেশের জনগণ সব ধবংস করে দেবে, নষ্ট করে দেবে। অতীতের যে ঐতিহ্য তা নিয়েই তারা আজকে রুখে দাঁড়াবে, অবশ্যই উঠে দাঁড়াবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এখানে দুর্নীতির অর্থনীতি বললে ছোট করা হয়, একেবারে ডাকাতির অর্থনীতি চালু করেছে। অথচ এরা সারাক্ষণ উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করছে। মনে হয় যেন গোটা বাংলাদেশকে তারা সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে।’
বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতার সূচক ১৭ ধাপ নিচে নামার তথ্য জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজকেই পত্রিকায় এসেছে। হেরিটেজ ফাউন্ডেশন নামে আন্তর্জাতিক সংস্থা আছে, তারা বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতার বিষয়ে জরিপ করেছে। সেখানে তারা বলেছে, ১৭৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে ১৩৭তম, যা ২০২১ সালে ছিল ১২০তম।’
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।