সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জেলখানায় থেকে ৬০৫ জন বন্দি পবিত্র কোরআন মুখস্ত করেছেন। দারুণ এই ঘটনায় প্রশংসায় ভাসছেন জেলখানা কর্তৃপক্ষ। কারণ তাদের প্রত্যক্ষ সহযোগিতা ও তদারকিতে অনন্য এই নজির স্থাপিত হয়েছে। পুরো কোরআন মুখস্ত করতে আসামিদের দুই বছর লেগেছে বলে জানায় জেলখানা কর্তৃপক্ষ।
কারাবন্দিদের পুনর্বাসনে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে আরব আমিরাত সরকার। এর মধ্যে রয়েছে- ধর্মশিক্ষা, খেলাধুলা এবং বিভিন্ন পেশার প্রশিক্ষণ। ধর্মশিক্ষার একটি বিশেষ অংশজুড়ে রয়েছে হাফেজে কোরআন হওয়ার বিষয়টি। সেই অংশে প্রশিক্ষণ নিয়েই সফল হয়েছেন ৬০৫ জন বন্দি।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।