স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তাদের কাউকেই কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
ইউএনও’র উপর হামলার ঘটনার তদন্ত চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কী কারণে এমন ঘটনা ঘটলো, তা জানতে কিছুটা সময় লাগবে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ ও র্যাব যৌথভাবে কাজ করছে। এই ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, কাউকে কোনো ছাড় দেয়া হবে না। সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে কাজ করছে উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন, সে কোন দলের নেতা অথবা জনপ্রতিনিধি কিংবা আমলাই হোক না কেন, অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে। এব্যাপারে কেউ ছাড় পাবেনা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তাৎক্ষনিক ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কাজ করছে আইনরক্ষাকারীরা। এ ঘটনায় দু’জন আটক আছে। এঘটনায় জড়িতরা কেউ রেহাই পাবে না। দেশের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত মধ্যরাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদের নৈশ্য প্রহরীকে বেধে রেখে সন্ত্রাসীরা পিপিই পরিধান অবস্থায় বাসায় প্রবেশ করে নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে মাথায় ও শরীরে বেধম আঘাত করে। বাসায় থাকা নির্বাহী কর্মকর্তার পিতা শেখ ওমর আলী তাকে বাচাতে এগিয়ে আসলে তাকেও সন্ত্রাসীরা বেদম প্রহার করে। ঘটনার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম, তার পিতা শেখ ওমর আলীকে উদ্ধাার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রানলয়ের ব্যবস্থাপনায় ওয়াহিদা খানমকে বিমান বাহিনীর এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় প্রেরণ করা হয়।
তাকে ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়।
আজ শুক্রবার সকালে ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ওয়াহিদা খানমের অস্ত্রোপচারে অংশ নেয়া চিকিৎসক জাহেদ হোসেন সাংবাদিকদের বলেন,গতকাল বৃহস্পতিবার রাতে তার মাথার অস্ত্রপাচার করা হয়েছে। তিনি এখন অনেকটা আশঙ্কা মুক্ত রয়েছেন। অস্ত্রোপাচারের পর ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে। তিনি কথাও বলেছেন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।