নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ প্রশাসন কঠোর থাকবে। কোনো ছাড় দেয়া হবে না। কোনো সুযোগ নেই নির্বাচন নিয়ে সহিংসতা করার। কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তার নাম সাইনবোর্ড কোনো কিছু দেখব না।
মঙ্গলবার বিকালে নাসিক নির্বাচন নিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, কেউ যদি ভুলেও চিন্তা করে থাকেন যে নির্বাচনকে ঘিরে কোনো দূর্বাত্তায়ন করবেন তাহলে সে ভুলের মধ্যে আছে। আমরা নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে শতভাগ মাঠে কাজ করছি। যে কোনো অভিযোগ পেলে তড়িৎ ব্যবস্থা নেব।
এতে আরো উপস্থি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার ডিবি জাহিদ, নারায়ণগঞ্জ সদর সার্কেল এএসপি নাজমুল হাছানসহ প্রমুখ।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।