কুমিল্লার ঘটনায় কোনও রাজনৈতিক ইন্ধন আছে কিনা তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
শনিবার (১৩ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লার ঘটনায় পুলিশের দায়িত্বে কোনো অবহেলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। আপাতত দেশেএ কোথাও সাম্প্রদায়িক সংঘাতের ঝুঁকি নেই।
শফিকুল ইসলাম বলেন, দেশের সামাজিকীকরণ প্রক্রিয়া অসাম্প্রদায়িকতার শিক্ষা দেওয়া হয় না। তাই আমরা যথাযথভাবে দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে পারছি না। ফলে বিভিন্ন সময়ে সমাজের কেউ কেউ সাম্প্রদায়িক সংঘাতে জড়িয়ে পড়ছে।
তিনি বলেন, পুলিশি তদন্তে দেখা যায় রামু ও নাসিরনগরের ঘটনায় স্থানীয়ভাবে সক্রিয় সকল রাজনৈতিক দলের কর্মীরা জড়িত ছিল।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।