কৃষিক্ষেত্রে পানি সরবরাহ ব্যবস্থাপনা ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে নেদারল্যান্ডসে (ডাচ) প্রচলিত পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৷
রোববার (৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা জানান৷
জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়৷ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, সহ-সভাপতি মেজবাহুল ইসলাম ও সহ-সভাপতি শুভঙ্কর সাহা। তারা ‘বাঙালির পিতার নাম শেখ মুজিবুর’ বইটি স্পিকারের কাছে হস্তান্তর করেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের সম্ভাবনাময় কৃষিখাত ও খাদ্য আমদানি-রপ্তানি বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের কৃষি খাতে ব্যাপক উন্নতি হয়েছে। কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহারে খাদ্য উৎপাদন বেড়েছে বহুগুণে। এ সময়, কৃষিক্ষেত্রে পানি সরবরাহ ব্যবস্থাপনা ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে নেদারল্যান্ডসে প্রচলিত পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বলে উল্লেখ করেন স্পিকার।
সভাপতি সাজ্জাদুল হাসান বলেন, কৃষি অর্থনীতিবিদ সমিতি দেশের কৃষি সম্প্রসারণ ও খাদ্য রপ্তানি বৃদ্ধিতে গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।