প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে। পাবে উন্নত জীবন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা আরো বলেন, জিয়াউর রহমানের পর তাঁর স্ত্রী খালেদা জিয়া এদেশের মানুষকে পুড়িয়ে মেরেছে। এখনো এই অপশক্তি মানুষের বাড়ি ঘরে আগুন দিচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ২৩, বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আওয়ামী লীগের এই আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শহীদ শেখ রাসেলের শৈশবের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, দশ বছরের ছোট্ট রাসেলকে খুনীরা যেভাবে হত্যা করেছে তা কারবালার ঘটনাকেও হার মানিয়েছে।
পঁচাত্তরের খুনীদের মধ্যে মানবতা বোধ ছিলোনা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই খুনী চক্রের উত্তরসূরীদের মধ্যে এখনো কোন মানবতা বোধ নেই। তাই এখনো তারা মানুষ পুড়িয়ে মারে।
বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার দেশ উল্লেখ করে সরকার প্রধান বলেন, প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার। দেশের হাজার হাজার শিশুর জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার কথা জানান শেখ হাসিনা।