দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে আইপিএল শিরোপা জিতল চেন্নাই সুপার কিংস। এ নিয়ে চতুর্থবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই।
শুক্রবার (১৫ অক্টোবর) প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান করে চেন্নাই। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানের বেশি করতে পারেনি কলকাতা।
সংক্ষিপ্ত স্কোর:
চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৯২/৩ (রুতুরাজ ৩২, দু প্লেসি ৬৮, উথাপা ৩১, মইন ৩৭*; সাকিব ৩-০-৩৩-০, মাভি ৪-০-৩২-১, ফার্গুসন ৪-০-৫৬-০, বরুণ ৪-০-৩৮-০, নারাইন ৪-০-২৬-২, ভেঙ্কটেশ ১-০-৫-০)
কলকাতা নাইট রাইডার্স: ২০ ওভারে ১৬৫/৯ (শুবমান ৫১, ভেঙ্কটেশ ৫০, নিতিশ ০, নারাইন ২, মর্গ্যান ৪, কার্তিক ৯, সাকিব ০, ত্রিপাঠি ২, ফার্গুসন ১৮*, মাভি ২০, বরুণ ০*; দিপক ৪-০-৩২-২, হেইজেলউড ৪-০-২৯-২, শার্দুল ৪-০-৩৮-৩, ব্রাভো ৪-০-২৯-১, জাদেজা ৪-০-৩৭-২
ফল: চেন্নাই সুপার কিংস ২৭ রানে জয়ী
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।