সাইম হোসেন: রাজধানীর কামরাঙ্গীরচর থানার আবু সাঈদের বাজার সংলগ্ন হাসান নগর( ভান্ডারীমোড়) ৮ই অক্টোবর (শুক্রবার) দুপুরে তুলার কারখানায় ভয়াবহ আগুন লাগে।
শুক্রবার দুপর সারে বারোটায় আজানের পুর্ব মুহুর্তে তুলার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যেই চারিদিকে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয় পুরো এলাকা এ সময় এলাকাবাসী নিকটস্থ হাজারীবাগ ফায়ারসার্ভিস কে খবর দেয় ।
এসময় স্থানীয়দের দ্বীর্ঘ প্রচেষ্টায় বালু পানি দিয়ে কোনরকম আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আগুনের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ছুটে আসেন বীর মুক্তিযোদ্ধা জনাব আঃ রহিম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার লক্ষ টাকা বলে জানান এলাকাবাসী । তুলার কারখানা বন্ধ ছিল তবে তাৎক্ষণিক ভাবে আগুনের সুত্রপাত নির্ধারণ করা যায়নি। এলাকাবাসীরা বলেন এই তুলার কারখানায় আগেও একবার আগুন লেগেছিল, তবে কেন এখানে বারবার আগুন লাগে সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি উর্ধতন কর্তৃপক্ষ যাচাই-বাছাই করার দাবী করেন।