শোকাবহ আগস্টের প্রথম দিন আজ । ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
বাঙালি জাতির জন্য অত্যন্ত শোকাবহ মাস হচ্ছে আগস্ট। এই আগস্টেই জাতির ইতিহাসের চরমতম শোকবিধুর ও কলঙ্কিত এক অধ্যায়ের সূচনা ঘটেছিল। ১৯৭৫ সালের এই আগস্টের মধ্যভাগে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল বাঙালির স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেদিন হাজার বছরের ইতিহাসের এই মহানায়কের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল শ্যামল বাংলার মাটি।
আজ ১ লা আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে
শোক সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সংগঠনের কার্যকরী সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা সঞ্চালনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্প্রচার মন্ত্রী ডঃ হাসান মাহমুদ এমপি । বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার , বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল অভিনেএী অরুনা বিশ্বাস কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান সংবাদ পাঠিকা শাহানা চৌধুরী ড, লায়ন মিজানুর রহমান সিনিয়ার সাংবাদিক সুজন হালদার, কণ্ঠশিল্পী আবু বক্কর সিদ্দিকী সংগীত পরিচালক শাহিন সরদার সাংবাদিক মানিক লাল ঘোষ ।