তাদের বন্ধুত্বের কথা জানা সবারই। লিওনেল মেসি ও নেইমার একই সঙ্গে খেলেছেন বার্সেলোনার হয়ে। এরপর ব্রাজিলিয়ান তারকা পাড়ি জমিয়েছেন ফ্রান্সে। তবে বন্ধুত্বটা তাদের মধ্যে অটুট। সেটা পরে অনেকবারই বুঝিয়েছেন এই দুই তারকা।
তবে আগামী রোববার কোপা আমেরিকার ফাইনালে সেসব ভুলে যাবেন নেইমার। শুক্রবার সংবাদ মাধ্যমকে ব্রাজিলিয়ান তারকা আগেই জানিয়ে রেখেছেন সেটা। মেসিকে সেরা খেলোয়াড় হিসেবে মানলেও আপাতত এসব মনে রাখতে চান না তিনি।
নেইমার বলেন, ‘আমি সব সময় বলেছি মেসি আমার দেখা সেরা খেলোয়াড় ও অসাধারণ বন্ধু। তবে কোপা আমেরিকার ফাইনালে আমরা দুইজন প্রতিদ্বন্দ্বী। আমি এ শিরোপাটা সত্যিই জিততে চাই, যেটা হবে আমার প্রথম কোপা আমেরিকা।’
তবে প্রতিদ্বন্দ্বী বলেই যে মেসিকে সমর্থন দিতে পারছেন না এটিও জানিয়ে রেখেছেন ব্রাজিলিয়ান তারকা। নেইমার বলেছেন, যেই টুর্নামেন্টে ব্রাজিল থাকে না সেখানে আর্জেন্টিনাকেই সমর্থন দেন। সঙ্গে জানিয়েছেন, নিজেদের মধ্যেকার সম্মানের সম্পর্ক সবসময়ই টিকিয়ে রাখবেন তারা।
তিনি বলেন, ‘২০১৪ বিশ্বকাপ ফাইনালে যখন আর্জেন্টিনা জার্মানির মুখোমুখি হয় তখন আমি তাদের সমর্থন করেছি।এখন যেহেতু বিপক্ষ, তাই বন্ধুত্বটা মনে রাখা যাবে না। আমাদের মধ্যে সম্মানের সম্পর্কটা থাকবে কিন্তু জিততে পারবে তো শুধু একজনই।’
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।