
কোপা আমেরিকার সেমিফাইনালে টাইব্রেকারে জিতে ফাইনালে উঠেছে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ। পেনাল্টি শুটআউটে কলম্বিয়ার তিন খেলোয়াড়ের শট রুখে দিয়েছেন তিনি।
নির্ধারিত ৯০ মিনিটে ১-১ এ সমতা থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। তবে পেনাল্টি শুটআউটে আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজকে নিয়ে আশাবাদী ছিলেন মেসি। ম্যাচ শেষে মেসি বলেন, ‘পেনাল্টি শুটআউট পুরোটাই ভাগ্যের ব্যাপার। তবে আমরা জানতাম অ্যামিলিয়ানো মার্টিনেজ অন্তত দুটি পেনাল্টি সেভ করবে। সে এটার যোগ্য। সে গোলরক্ষক মধ্যে দানব।’
কলম্বিয়ার ৫টি শটের মধ্যে তিনটিই ঠেকিয়ে দিয়েছেন তিনি। তিন পেনাল্টি শট ঠেকিয়ের নায়কে পরিণত হলেন আর্জেন্টাইন গোলরক্ষক।
টাইব্রেকারে কলম্বিয়া প্রথম শট নেন কুয়াদ্রাদো। ঠেকাতে পারেননি মার্টিনেজ, গোল। ১-০। আর্জেন্টিনার হয়ে প্রথম শট নেন মেসি, দুর্দান্ত শট। চোখের পলকে এটাও গোল। ১-১।
কলম্বিয়ার দ্বিতীয় শট নিতে আসেন ডেভিনসন সানচেজ। বাম পাশে ঝাঁপিয়ে পড়ে সানজের শট ফিরিয়ে দিলেন আর্জেন্টিনা গোলরক্ষক মার্টিনেজ। গোল হলো না। ১-১। আর্জেন্টিনার দ্বিতীয় শট নিতে আসেন রদ্রিগো ডি’পল। খুবেই বাজে শট। বারের ওপর দিয়ে মেরে দিলেন তিনি। গোল হলো না। ১-১।
¡Para el infarto! Tremenda definición por penales entre @Argentina y @FCFSeleccionCol, con Emiliano Martínez
como gran figura
Argentina
Colombia
#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/g8kAqAbwSH
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 7, 2021