
বিশ্বের সবচেয়ে ছোট গরুর সন্ধান মিলেছে সাভারের আশুলিয়ায়। মাত্র ২০ ইঞ্চি উচ্চতা এবং ২৬ কেজি ওজনের বক্সার জাতের খর্বাকার এই ছোট গরুরটির নাম রাখা হয়েছে ‘রানী’। ইতোমধ্যে গরুটির মালিক ‘শিকড় এগ্রো লিমিটেড’ রানীকে বিশ্ব রেকর্ডে জায়গা করে দিতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। তাদের পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্বে ছোট গরুর রেকর্ডে ভারতকে পেছনে ফেলবে বাংলাদেশ।
শিকড় এগ্রো লিমিটেডের ম্যানেজার এম এ হাসান হাওলাদার বলেন, ‘প্রতিষ্ঠানটির মালিক ইন্টারনেট ঘেঁটে জানতে পেরেছেন এটিই পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট গরু। এটি এখন কোরবানির উপযুক্ত হলেও এই মুহূর্তে আমরা তাকে বিক্রির কথা ভাবছি না। ইতোমধ্যে এর দাম উঠেছে প্রায় সাড়ে ৬ লাখ টাকা।’