
রাজধানীর ঢাকা সেন্ট্রাল রোডে ৬ তলা বাড়ির ছাদ থেকে পড়ে এক যুবতীর মৃত্যু । জানা যায় রাজধানীর নাফিজা তাব্বাসুর নামে এক যুবতী (২০) ৬ তলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পরে মৃত্যু ঘটনাটি ঘটে আজ বিকাল প্রায় ৫.৩০ মিনিটে ঢাকা সেন্ট্রাল রোডে ।
মেয়েটির বাবার নাম আবুল কাশেম (৮০) পেশা নাট্য অভিনেতা । গৃহীকর্মী সুমি জানায় মেয়েটি প্রতিবন্ধী ছিল । ঘটনা স্থালে নিউ মাকেট থানার অফিসার ইনচার্জ স ম কাইয়ুম সহ আরো পুলিশ অফিসারগন উপস্থিত হয় । এই ব্যাপারে নিউ মার্কেট থানায় মামলা পক্রিয়া চলছে ।