অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক -এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোলাম কুঁড়ি
সাংস্কৃতিক মঞ্চ আয়োজিত আলোচনা সভায়

সভাপতিত্ব করেন– স্হানীয় আওয়ামী লীগ নেতা নূরুজ্জামান।
বক্তব্য রাখেন—-
বক্তব্য রাখেন—
এশিয়ান গ্রুপ ও এশিয়ান টিভি’র চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মোঃ শাহে আলম মুরাদ তাঁর বক্তব্যে বলেন —শেরে বাংলা এ কে এম ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মজলুম জননেতা মাওলানা ভাষানী ও জাতির জনক বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসাপ্ত কাজ জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হতে চলেছে।
আসুন, আমরা প্রিয় নেত্রীর নির্দেশিত পথে চলমান উন্নয়ন, জঙ্গীবাদ নির্মূল, মাদক সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি, ধর্মের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে সজাগ থাকি, তাহলেই প্রয়াত নেতাদের আত্মার শান্তি পাবে।
কোরআন তেওলাত, প্রায়ত নেতার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন, দোয়া ও তবারক বিতরণ করা হয়।