৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হবে এমন খবরে ফেরিঘাটগুলোতে বাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। সোমবার বেলা বাড়ার সাথে সাথে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে থাকে ঘাট এলাকায়।
সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে শুরু হয় ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। সেসময় উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি আর সামাজিক দূরত্ব। তবে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় পদ্মা পাড়ি দিতে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী নিয়ে পার হয় ফেরি।
এছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে অনেক যাত্রী ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছেন। সকাল থেকে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ৪ শতাধিক যাত্রীবাহী ছোট প্রাইভেটকার ও কয়েকশ পণ্যবাহী যানবাহন। তবে খুব বেশি যাত্রী চাপ নেই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।