মাঝে করোনার প্রকোপ কমে এলেও গেল কয়েকদিনে দেশব্যাপী করোনার সংক্রমণ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। আর এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আবারও মাঠে নেমেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
এরই পরিপ্রেক্ষিতে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে আবারও রাস্তায় নেমেছে পুলিশ। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর বেশ কয়েকটি এলাকায় নগরবাসীকে মাস্ক পরার বিষয়ে সচেতন করতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ।
রোববার (২১ মার্চ) রাজধানীর বিমানবন্দর, ফার্মগেট, শান্তিনগর ও শাহবাগ এলাকায় অভিযানে নেমেছে ডিএমপি।
সরেজমিনে দেখা যায়, নগরবাসীর মধ্যে করোনার আতঙ্ক কমে যাওয়ায় অনেকেই আগের মতো মাস্ক পরে রাস্তায় বের হচ্ছেন না। ফলে যারা রাস্তায় মাস্ক পরে বের হচ্ছেন না তাদের ডেকে ডিএমপির সদস্যরা মাস্ক পরার বিষয়ে সচেতন করছেন।
যাদের কাছে মাস্ক রয়েছে তাদের মাস্ক পরার জন্য অনুরোধ করছেন পুলিশ সদস্যরা। আর যাদের কাছে মাস্ক নেই তাদের বিনামূল্যে মাস্ক দেয়া হচ্ছে। এক কথায় বলা চলে যারা মাস্ক না পরে রাস্তায় বের হচ্ছেন তাদের মাস্ক পরিয়ে দিচ্ছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় বেলা সাড়ে ১১টায় ফার্মগেট এলাকায় তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদের নেতৃত্বে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। ফার্মগেট এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণ করে পুলিশ।
মাস্ক বিতরণ শেষে ডিসি হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, দেশব্যাপী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পুলিশের মাস্ক বিতরণ কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। আমরা মূলত সচেতনতার জন্য মাস্ক বিতরণ করছি। অনেকেই রাস্তায় চলাচল করছেন মাস্ক ছাড়া, তাদের মাস্ক বিতরণ করছি।
তিনি বলেন, মানুষকে মাস্ক পরার অভ্যাস করতে হবে। আপনারা জানেন অনেকে টিকা নিয়েছে। এরপরেও আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবিলায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। আমরা আইজিপি ও ডিএমপি কমিশনারের নির্দেশে মাস্ক বিতরণ করছি।
এছাড়া সকাল থেকেই রাজধানীর শান্তিনগর, বিমানবন্দর ও শাহবাগ এলাকায় একইভাবে মাস্ক বিতরণ এবং নগরবাসীকে করোনার প্রকোপ থেকে বাঁচতে মাস্ক পরার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে কাজ করছে ডিএমপির বিভিন্ন বিভাগ।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।