কোনো ব্যক্তির মৃত্যুর পর দেহ সমাহিত করতে হয়। এটা মুসলমান, খ্রিষ্টান, ইহুদিসহ অনেক ধর্মের বিধান। আর কবর দিতে প্রয়োজন জমির। আমাদের প্রায় ১৬ কোটি মানুষের দেশটি প্রয়োজনের তুলনায় খুবই ছোট। সে জন্যই আমরা ধরে রাখতে পারছি না বনভূমি, কৃষিজমি এমনকি খাল-বিল, খেলার মাঠ, নদীনালা। এমনকি শিল্পসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের জন্যও জমির সংস্থান করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। তেমনি কঠিন হয়ে পড়েছে কবরের জমির সংস্থানও। বিশেষ করে ঢাকা মহানগরীতে এ সংকট ইদানীং প্রকট রূপ নিয়েছে। এখানে বসবাসকারী কেউ মারা গেলে কাউকে মফস্বলের পুরোনো ঠিকানায় নেওয়া হয়। তবে সে প্রবণতায়ও ভাটা পড়েছে। পুরোনো ঠিকানার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলছেন অনেকে। তাই মৃত্যুর পর ঢাকাতেই তাঁদের কবর দিতে হয়। ঢাকায় কবরস্থান–সংকটের বিষয়টি কারও অজানা নয়। এ সংকট দূরীকরণে রায়ের বাজারে প্রায় ৮০ হাজার প্লটের একটি কবরস্থান চালু হয়েছে।
রাজধানীর কবরস্থানগুলোতে আগে নামমাত্র খরচে মৃতদেহ দাফন করা হতো। গত দুই বছরের বেশি সময় ধরে বিভিন্ন কবরস্থানে সেটি পুরোপুরি বিনামূল্যেই করা হচ্ছিল। কিন্তু ০৬/১০/২০২০ইং হতে মৃতদেহ দাফনের ওপর বিপুল পরিমাণ ফি নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
গত ০৬/১০/২০২০ইং হতে মৃতদেহ দাফনের ওপর বিপুল পরিমাণ ফি নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এদিকে ডিএসসিসির এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন আজিমপুর কবরস্থানে মৃতদেহ দাফন করতে আসা স্বজনরা ।
আজিমপুর কবরস্থানে মৃত ব্যাক্তির রেজিস্ট্রেশন ফি,বাঁশ,চাটাই ও কবর খোদাই এর তালিকা নিম্নরুপ :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রনাধীন কবরস্থান ।
পরিচালনা নীতিমালা-২০২০
আদেশ নং : ৪৯৪/২০২০
তারিখ : ০৬/১০/২০২০ইং
মোতাবেক আজিমপুর কবরস্থানে মৃত ব্যাক্তির রেজিস্ট্রেশন ফি,বাঁশ,চাটাই ও কবর খোদাই এর তালিকা নিম্নরুপ :
১। সাধারন কবরের রেজিস্টেশন ফি ১,০০০ টাকা
২। পুন:কবর ফি ৫০.০০০ টাকা
মোট = ৫১,০০০ টাকা
৩ । বড় কবরের বাঁশ,চাটাই ও কবর খোদাই ১০৯২ টাকা
৪। মেঝ কবরের বাঁশ , চাটাই ও কবর খোদাই ৭৭৭ টাকা
৫ । ছোট কবরের বাঁশ, চাটাই ও কবর খোদাই ৪৬০.৯৫ টাকা
৬ । মৃত জন্ম ( ছোট কবর খোদাই ) ১৫৭.৫০ টাকা
এদিকে, ডিএসসিসির এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন আজিমপুর কবরস্থানে মৃতদেহ দাফন করতে আসা স্বজনরা ও সোশ্যাল মিডিয়ায় ক্ষোপ প্রকাশ…
সারা জীবন ট্যাক্স দিয়ে মরার পরও শান্তি নাই!!!
ফ্রি টা এখন ফি তে পরিনত হয়ে গেল!
তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। সারা জীবন রাজস্ব দিয়ে বাংলাদেশী নাগরিক হিসেবে মৃত্যুর পর দেশকি আমাকে এই হক টুকু দিতে পারেনা ???
দোলনা থেকে কবর পর্যন্ত দরকার শুধু………!!!
#টাকা_টাকা_ আর টাকা
#পকেটে টাকা না থাকলে
কি লাশটা রাস্তায় পরে থাকবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর কাছে আমার প্রশ্ন??
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।