বিদেশে যেতে ধার দেনা কিংবা জমি বিক্রি না করে, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণায় রাজধানীর আগাঁরগাওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীরা আমাদের অর্থনৈতিক উন্নয়ন বিরাট অবদান রেখে যাচ্ছেন। তাদের যথাযথ মর্যাদা দিতে হবে।
বিদেশে নারী কর্মী পাঠানোর আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
দক্ষ শ্রমিক গড়ে তুলতে প্রতিটি উপজেলায় একটি করে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রণোদনার পর থেকে দেশে রেমিটেন্স অনেক বেড়েছে। প্রবাসে কেউ মারা গেলে তার মরদেহ আনা, পরিবারকে আর্থিক সহায়তা করা হয় প্রবাসী কল্যাণ ফান্ড থেকে।
১০ হাজারের বেশি প্রবাসী থাকা দেশগুলোতে প্রবাসী উইং খোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
বর্তমানে দেশে কাজের ও খাবারের অভাব নেই মন্তব্য করে তিনি বলেন, এমন একটা সময় ছিল যখন দেশে কর্মসংস্থানের অভাব ছিল। যুব সমাজ যারা কর্মক্ষম তারা কাজ খুঁজে পেতেন না। ফলে তাদেরকে বিদেশে পাড়ি দিতে হতো। অনেকে ভালোভাবে যেতে পেরেছেন, আবার অনেকে ধোঁকায় পড়ে সর্বস্ব খুইয়ে নিজের জীবন নষ্ট করেছেন। কিন্তু বর্তমানে দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। বিদেশে বিনিয়োগ আসছে। তাই বিদেশে না গিয়েও নিজেকে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী হিসেবে গড়ে তুলে দেশেই চাহিদা অনুসারে অর্থ উপার্জন সম্ভব।
হতাশ না হয়ে ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিয়ে ব্যবসা করে দেশেই নিজেকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রনালয়ের সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহীন। অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির চেক প্রদান ও সিআইপি (এনআরবি) সনদ প্রদান করা হয়।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।