লকডাউন অমান্য করে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বেড়াতে গিয়েছিলেন কানাডার ওন্টারিও প্রদেশের অর্থমন্ত্রী রড ফিলিপস।
মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে আরোপিত কঠোর লকডাউন চলাকালে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারে দেশবাসীকে আহ্বান জানানোর পর পারিবারিকভাবে ক্যারিবীয় এলাকায় ঘুরতে যাওয়ার ছবি প্রকাশ পাওয়ায় তিনি বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পদত্যাগ করলেন।
ওন্টারিও প্রদেশের অর্থমন্ত্রী রড ফিলিপস ক্ষমা চেয়ে বলেন, ‘এই কঠোর লকডাউন চলাকালে যেখানে আমরা সকলে ঘরে বন্দি, কাউরো ঘুরতে বের হওয়া উচিত না সেখানে আমার এই ভ্রমণে বের হওয়ার কোন অজুহাত নেই এবং এটি ক্ষমারও অযোগ্য।’
অন্টারিও’র প্রধানমন্ত্রী ডাগ ফোর্ড বলেন, তিনি ফিলিপস’র পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।
বড় দিন ও ইংরেজি নববর্ষের ছুটির দিনে ওন্টারিওর স্বাস্থ্য কর্মকর্তারা প্রদেশটির বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছিল।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।