সাম্প্রতিক ভাস্কর্য ইস্যুতে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে তার ভাস্কর্য ভাঙা হয়েছে! আমি অবাক হই, তারা এই সাহস পেলো কোথা থেকে? আওয়ামী লীগের নেতৃত্বে এই মৌলবাদী শক্তিকে দেশ থেকে মুছে ফেলতে হবে।
গতকাল শনিবার (১২ ডিসেম্বর) রাতে ‘ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর’ শীর্ষক একটি ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, জাতির জনকের ভাস্কর্যের ওপর হামলা করার অর্থ হলো বাংলাদেশের ওপর হামলা করা, এদেশের স্বাধীনতার ওপর হামলা করা। এমন আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মৌলবাদী গোষ্ঠীটি স্বাধীনতার চেতনাকে মুছে ফেলতে চায়, তাই এবার সময় হয়েছে তাদেরকেই মুছে ফেলার। এজন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
সজীব ওয়াজেদ জয় বলেন, ১৯৭১ সালে যে জামায়াতে ইসলামি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলো, তারাই আজ হেফাজত নাম ধারণ করে তাণ্ডব চালাচ্ছে। তখনকার জামায়াতই আজকের হেফাজত। আমরা যখন বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, তখন এরা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। তাই উচিত হবে এদেরকে ধরে আফগানিস্তান পাঠিয়ে দেয়া।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।