কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গার ঘটনায় জড়িত ৪ মাদ্রাসা ছাত্র আটক করা হয়ে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি জানান, মাদ্রাসা থেকে বের হয়ে তারা ভাস্কর্য ভাঙ্গে।
আটক চার জন হলেন- আবু বকর, নাহিদ, আলামীন ও ইউসুফ। তারা সবাই ইবনে মাদ্রাসার ছাত্র। কুষ্টিয়া শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উস্কানিদাতাদের ছাড় দেয়া হবে না। তদন্তে যাদের নাম আসবে তাদের নামে মামলা করা হবে।
এর আগে কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙ্গার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার ভেঙে দেয়া ভাস্কর্যের সামনে ফাঁকা গুলি ছোড়া ঘটনা ঘটে। কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে গত শুক্রবার রাতে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরে অংশ নেয় দুই ব্যক্তি। ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভি ফুটেজে এই ঘটনা ধরা পড়েছে।
ফুটেজে দেখা গেছে, রাত ২টার পর দুই ব্যক্তি পিঠে ব্যাগ নিয়ে এসে মই দিয়ে ওপরে ওঠে। এরপর তারা ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্য ভেঙে নিরাপদে চলে যায়।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত সকালে সাংবাদিকদের বলেন, সিসিটিভির ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। আশা করি শিগগিরই ভালো খবর জানতে পারবেন।
ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যেই শুক্রবার গভীর রাতে কুষ্টিয়ায় জাতির পিতার ওই ভাস্কর্যে ভাঙচুরের ঘটনা ঘটে।
কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছে। বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের কাজ প্রায় শেষ দিকে ছিল। শুক্রবার রাতের হামলায় ভাস্কর্যটির ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাঁ হাতের আংশিক ভেঙে ফেলা হয়েছে।
ওই ঘটনার পর থেকে দুদিন ধরে কুষ্টিয়া শহরে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
এ ঘটনায় বিএনপিকে দায়ী করে দলটির অফিসে হামলা ও ভাংচুর করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।