৩ নভেম্বর জেলহত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে এটি দ্বিতীয় কলংকজনক অধ্যায়। ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। আজ মঙ্গলবার সকালে মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব খোরশেদ আলম ভুলু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্জ্ব কামাল উদ্দিন খান , সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার , সহ দপ্তর সম্পাদক অজয় গুহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন দেবনাথ , উপজেলা স্বেচ্ছাসেক লীগের আহবায়ক রামকৃষ্ণ , যুগ্নআহবায়ক হাবিবুর রহমান খোকন , উপজেলা যুবলীগের সভাপতি নাদিম মাহমুদ তালুকদার , কৃষক লীগের সভাপতি ওহাব আলী আকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনির জমদ্দার ও সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার প্রমুখ ।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।