বরিশাল মেহেন্দীগঞ্জের চানপুর ইউনিয়নে ফেয়ার প্রাইজের চাল বিক্রিতে ডিলার সাহেব আলী রাড়ীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম এর অভিযোগ পাওয়া গেছে । ৬৪২নং কার্ড ধারী বাবুল রাড়ী নিরব , নুরুল ইসলাম পিতা মৃত কুবুত বাবুল বাড়ী ওহিদ পিতা নাজীর আলী সিকন্দার গ্রাম ও ইউনিয়ণ চানপুর । এই সব ভূক্তভোগীগন অভিযোগ জানান ১০ টাকা কেজি ধরে ৩০ কেজি চাউল প্রতি বস্তায় থাকে । কিন্তু ডিলার সাহেব আলী রাড়ীর সরকারী চাউলের বস্তার সেলাই খোলে নিজেরা আবার বসতার সেলাই করে রাখা বস্তা কার্ড দারীদের দেয় । আর কার্ড ধারীদের দেওয়া বস্তায় কোনটায় ২৭ কেজি , কোনটায় ২৮ কেজি চাউল থাকে । গতকাল( ৩১-১০-২০২০ইং) কিছু কার্ড ধারীকে চাউল দেয় । বাকী কার্ড ধারীকে বলে দেয় ১-১১-২০২০ইং তারিখকে আসতে । আজ ১০টাকা কেজিতে চাউল আনতে গিয়ে কেহ ২৭ কেজি কেউ ২৮ কেজি চাউল পায় । ৩০ কেজি চাউল ৩০০ টাকা নিলেও তারা ৩০ কেজি পায় না । ভূক্তভোগীরা এই অনিয়মের প্রতিকার চায় ।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।