
ঢাকা শহরের ৪৫ শতাংশ মানুষের শরীরের এন্টিবডি তৈরি হয়েছে। সেই বিবেচনায় ঢাকা শহরের প্রায় অর্ধেক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং আইসিডিডিআরবি’র এক যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
এপ্রিল থেকে জুলাই দেশের ৩১টি জেলায় ১২ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষায় এন্টিবডি তৈরি হয়েছে বলে জানানো হয়। প্রতি জেলায় একটি বস্তি এবং শহরের মানুষ যাদের করোনার রোগ উপসর্গ ছিল এবং যাদের উপসর্গ ছিল না তাদের এন্টিবডি পরীক্ষা করা হয়। ঢাকা শহরের ২৫টি ওয়ার্ডে সেরো সার্ভিলেন্স চালানো হয়।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে ৮ মার্চ প্রথম শনাক্ত হলেও বাংলাদেশে মূলত ফেব্রুয়ারি মাসেই করোনা সংক্রমণ ঘটেছিল।
অন্যদিকে দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ২১৯তম দিনে দেশে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থতার হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩১ জন। আগের দিন রোববার যে সংখ্যাটা ছিলো ১ হাজার ৪৯৫ জন।
রোববার শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছিলো ৭৭ দশমিক ৪২ শতাংশ। সোমবার সেটা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৫২ শতাংশে।
নতুন করে দেশে ১ হাজার ৪৭২ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এই সময়ে মারা গেছেন ৩১ জন।