রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১১টা ৩৮ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৪।
তবে ভূকম্পনের ফলে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ভূকম্পনের উৎপত্তিস্থল ভারতের মইরাং নামক স্থানে। বাংলাদেশ থেকে যা দূরত্ব ৪০৫ কিলোমিটার।
তিনি আরো জানান, ঢাকায় যে কম্পন অনুভূত হয়েছে, তা মাত্র ১৫ সেকেন্ড স্থায়ী ছিল। এটি মৃদু মাত্রার একটি কম্পন।
প্রসঙ্গত, এর আগে গত ২৫ মে বাংলাদেশে ভূমিকম্প অনূভুত হয়। ৫ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর রাজ্য।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।