একতলা ভবনের ওই কারখানার এক পাশে জুতা তৈরির কেমিক্যাল রাখা হতো
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জুতা তৈরির কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিস সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর, টঙ্গী, সাভার ইপিজেডসহ মোট পাঁচটি ইউনিট কাজ করে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের বিবরণ পাওয়া যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল আলীম জানান, কালিয়াকৈরের উলুসারা এলাকায় এফবি ফুটওয়্যার লিমিটেড নামের একটি জুতা তৈরির কারখানায় শনিবার বিকেল ৪টার দিকে আগুন লাগে। একতলা ভবনের ওই কারখানার এক পাশে জুতা তৈরির কেমিক্যাল রাখা হতো।
ডিএডি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, গাজীপুর, সাভার ইপিজেড, কাশিমপুরসহ আশপাশের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুতা তৈরির কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত্র ঘটে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকেরা ছুটোছুটি করে বেরিয়ে যায়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।