
ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বং’স মামলায় সব আসামিকে খালাস দেয়ায় এ রায় নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রভাবশালী মুসলিম নেতা ও সিনিয়র এমপি ও আসাদউদ্দিন ওয়াইসি। আদালতের এ রায়ে ক্ষু’ব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, গোটা বিশ্ব দেখেছে বাবরি মসজিদ ভা’ঙার দিনে সেখানে মঞ্চের ওপর বসে আদভানি-জোশীরা মিষ্টি বিলি করছিলেন। তাহলে তারা কীভাবে নি’র্দোষ হতে পারেন?
ওয়াইসি বলেন, এই অভিযু’ক্তদের যদি সে দিনের ঘ’টনায় কোনো ভূমিকাই না-থাকে তাহলে মসজিদ ভা’ঙল কারা? ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বং’স করেছিল উগ্রপন্থী হিন্দু কর সেবকরা। প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলিমনোহর জোশী, উমা ভারতীর মতো নেতানেত্রীদের বিরু’দ্ধে মসজিদ ভা’ঙার ষ’ড়যন্ত্র, পরিকল্পনা ও উ’সকানির অভি’যোগ আনা হয়।
প্রায় তিন দশক ধরে চলে আসা বাবরি মসজিদ ধ্বং’স মা’মলায় অভিযু’ক্ত সবাইকে খা’লাস দিয়ে বিচারক বলেন, প্রথমত মসজিদ ধ্বং’সের ঘ’টনা ‘পূর্বপরিকল্পিত ছিল না’। রায় ঘোষণার পর বিরানব্বই বছর বয়সী প্রবীণ বিজেপি নেতা আদভানি বাড়ির বাইরে এসে সাংবাদিকদের মিষ্টিমুখ করান। তিনি বলেন, আজ ভীষণ আনন্দের এক মুহূর্ত, খবরটা শোনার পরই আমরা জয় শ্রীরাম বলে এই রায়কে স্বাগত জানিয়েছি। বাবরি মসজিদ ভা’ঙায় সময় বিজেপির সভাপতি ছিলেন মুরলীমনোহর জোশী, আর সে দিন তিনিও ছিলেন ঘ’টনাস্থলেই। সূত্র: বিবিসি