ওয়াইসি বলেন, এই অভিযু’ক্তদের যদি সে দিনের ঘ’টনায় কোনো ভূমিকাই না-থাকে তাহলে মসজিদ ভা’ঙল কারা? ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বং’স করেছিল উগ্রপন্থী হিন্দু কর সেবকরা। প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলিমনোহর জোশী, উমা ভারতীর মতো নেতানেত্রীদের বিরু’দ্ধে মসজিদ ভা’ঙার ষ’ড়যন্ত্র, পরিকল্পনা ও উ’সকানির অভি’যোগ আনা হয়।
প্রায় তিন দশক ধরে চলে আসা বাবরি মসজিদ ধ্বং’স মা’মলায় অভিযু’ক্ত সবাইকে খা’লাস দিয়ে বিচারক বলেন, প্রথমত মসজিদ ধ্বং’সের ঘ’টনা ‘পূর্বপরিকল্পিত ছিল না’। রায় ঘোষণার পর বিরানব্বই বছর বয়সী প্রবীণ বিজেপি নেতা আদভানি বাড়ির বাইরে এসে সাংবাদিকদের মিষ্টিমুখ করান। তিনি বলেন, আজ ভীষণ আনন্দের এক মুহূর্ত, খবরটা শোনার পরই আমরা জয় শ্রীরাম বলে এই রায়কে স্বাগত জানিয়েছি। বাবরি মসজিদ ভা’ঙায় সময় বিজেপির সভাপতি ছিলেন মুরলীমনোহর জোশী, আর সে দিন তিনিও ছিলেন ঘ’টনাস্থলেই। সূত্র: বিবিসি
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।