জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, প্রধানমন্ত্রীর বড় ভাই, মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, সাবেক চিফ হুইপ, মুক্তিযোদ্ধা সংগঠক ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর আশু রোগমুক্তি কামনায় আগৈলঝাড়ায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মসজিদে বাদ যোহর এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয়েছে মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনা সভা।
দক্ষিণ বাংলার আওয়ামী লীগে অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ মঙ্গলবার রাত নয়টার দিকে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আবুল হাসানাত আবদুল্লাহর পরিবার সদস্য আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত চিকিৎসকদের বরাত দিয়ে বুধবার দুপুরে বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন-তিনি স্ট্রোক করেছেন, হার্টের সমস্যা রয়েছে। পরীক্ষায় তার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তার চিকিৎসার জন্য সার্বক্ষণিক মনিটরিং করছেন চিকিৎসকেরা।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।