আগামীকাল বৃহস্পতিবার দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহর সম্মানে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ আজ বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল-সাবাহর সম্মানে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
এতে বলা হয়, এ উপলক্ষে ওইদিন দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবনের পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এ ছাড়া কুয়েতের প্রয়াত আমিরের রুহের মাগফিরাত কামনা করে এদিন দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। সেইসঙ্গে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে কুয়েত আমিরের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।