দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে টানা চার দিন ধরে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
এদিকে শীতের তীব্রতায় কাবু পুরো জেলা।
সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। হাড়কাঁপানো ঠাণ্ডায়ও জীবিকার তাগিয়ে বাইরে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষের। রাস্তাঘাট, বাড়ির সামনে, চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ।
হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। তাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।
গতকাল সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন ছিল। গত রবি ও শনিবার ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত চার দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে বিরাজ করছে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া বিরাজ করায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরো জোরদার হওয়ার আশঙ্কা রয়েছে।