কলিট তালুকদার, পাবনা, বাংলাদেশ গ্লোবাল: পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নূরুজ্জামান বিশ্বাস ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব পেয়েছেন মাত্র ৫ হাজার ৫৭৬ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন পেয়েছেন মাত্র ৩ হাজার ৭৪ ভোট।
এর আগে, ঈশ্বরদী এবং আটঘরিয়ার মোট ১২৯টি ভোট কেন্দ্রে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হয় ভোট নেয়া। বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ করা হয়। দুই উপজেলায় মোট ভোটার ছিলেন ৩ লাখ ৮১ হাজার ১১২ জন।
মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস ফলাফল ঘোষণার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ঈশ্বরদী ও আটঘরিয়ার মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আবারো এখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় অর্জিত হলো।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।