সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মারা গেছেন। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
কারা সদর দপ্তরের মুখপাত্র সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া তাঁর ছেলে মানজুরুল মজিদ মাহমুদ সাদিও ফেসবুকে এক পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি জেল হেফাজতে ছিলেন। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন নূরুল মজিদ। গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদকে গ্রেপ্তার করেছিল র্যাব।
