উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় (ইউএনও) অফিস। উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার দফতর। সেই দফতরেই চুরি! তাও আবার নগদ অর্থ চুরি। বাদ যায়নি সাব-রেজিস্ট্রি অফিসও। এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলায়।
রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় ও উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতে ইউএনও অফিসের নাজির মোস্তাফিজুর আহম্মেদের কক্ষে চোর প্রবেশ করে সরকারি নগদ ৪২ হাজার টাকা চুরি করেছে। সেই সঙ্গে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে ঢুকে সাব-রেজিস্ট্রার অঞ্জু দাসের কক্ষ থেকে মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়েছে। সকালে খবর পেয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিরপুর-ইবি সার্কেল) নুর-ই আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, চুরির ঘটনায় নৈশপ্রহরী সেলিম উদ্দিন, মুক্তার হোসেন, আরিফুর রহমান, কামাল হোসেন ও স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। চুরির ঘটনায় মিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।