রাজধানীর মিরপুরে বিআরটিসি’র একটি দ্বিতল বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর) দুপুর ২ টা ৩৫ মিনিটে মিরপুর-১০ গোলচত্বরে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ওসি (কন্ট্রোল) শাহাজাদী সুলতানা দৈনিক ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দুপুর ২ টা ৩৫ মিনিটে বিআরটিসি’র একটি দ্বিতল বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ২ টা ৪৬ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।’
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।