আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন চিত্রনায়ক রুবেল।
সোমবার (২০ নভেম্বর) বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ কার্যক্রম শুরুর প্রথম তিন ঘণ্টায় ৩৩৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। সোমবার (২০ নভেম্বর) আওয়ামী লীগের কার্যালয়ে সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।