
স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নেমেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ফাইনালে প্রায় ১ লাখ ৩০ হাজার ভারতীয় সমর্থকদের স্তব্ধ করে ৬ উইকেটের জয়ে ষষ্ঠ শিরোপা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ১৩৭ রানের অনবদ্য এক ইনিংস খেলে ফাইনাল সেরার পুরস্কার জেতেন অজি ওপেনার ট্যাভিস হেড। ভারতের হৃদয় ভেঙে দেওয়া সেই হেডের পরিবারকে ধর্ষণের হুমকি দিয়েছেন এক ভারতীয়।
রোববার বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি হেডকে হুমকি দেওয়া হয়। অজি ওপেনারের স্ত্রী ও তার এক বছরের মেয়েকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এমন বাজে আক্রমণ এবং মানসিকতার নিন্দা জানাচ্ছেন ভারতেরই অনেক ক্রিকেটপ্রেমী। কেউ কেউ আবার পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন।