ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় নিয়ে মারধরের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। তার আগে তাকে রমনা জোন থেকে প্রত্যাহার করে তাকে পিওএম উত্তর বিভাগে সংযুক্ত করা হয়েছিল।
রবিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ১৩ সেপ্টেম্বর থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
এদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে ধরে নিয়ে পেটানোর অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ডিএমপি। রবিবার বিকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখার সভাপতি আনোয়ার হোসেন এবং কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদকে শাহবাগ থানার ভেতরে ঢুকিয়ে মারধরের অভিযোগ ওঠে এডিসি হারুনের বিরুদ্ধে।
এ ঘটনার জেরে মধ্যরাতে শাহবাগ থানার সামনে ভিড় করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ছাড়া আজ সকাল থেকে মারধরের শিকার দুই ছাত্রলীগ নেতার ছবি ফেসবুকে দিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন সংগঠনের সাধারণ কর্মীরা।
এরই মধ্যে এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়। এবার তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হলো।