গতকাল ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে সকাল ১০টায়, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির সভাপতি এম এ রব রনির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু ।
প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শাহে আলম মুরাদ । বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কোষাধ্যক্ষ ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র সাংবাদিক খায়রুজামান কামাল , ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে ) সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু । ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কোষাধ্যক্ষ ও দৈনিক ইত্তেফাকের সাব-এডিটর কবি আশরাফুল ইসলাম , বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির উপদেষ্টা শেখ খোদা বকস্ , বক্তব্য রাখেন বাংলাাদেশ জাতীয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আজাহার আলী,
সহ-সভাপতি মনির হোসেন, সাইম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম , এ কে এম কফিল উদ্দিন সুমন , কোষাধ্যক্ষ আব্দুল মান্নান বাদল, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন , প্রমখ । প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু বলেন , তারেক জিয়ার মিথ্যাচার জনগনকে প্রভাবিত করতে পারবে না ।প্রধান বক্তার বক্ত্যব্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, সরকারের উন্নয়নের কথা প্রচার করার জন্য সাংবাদিক প্রতি আহ্বান জানান ।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।