পবিত্র ঈদুল আজহার টানা পাঁচদিনের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে আজ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরে অফিস শুরু করেছেন এসব প্রতিষ্ঠানে কর্মরতরা।
রোববার (২ জুলাই ) সকাল ১০টা থেকে অফিস-আদালত শুরু হয়। তবে অফিস-আদালতে বিরাজ করছে অনেকটা ছুটির আমেজ। অনেকে বাড়তি ছুটি নিয়ে এলাকায় অবস্থান করছেন। যারা উপস্থিত হয়েছেন তাদের পরস্পরের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দুই-তিন দিন লেগে যাবে। এদিকে রাজধানীর রাস্তাঘাট অনেকটা ফাঁকা। গ্রামের বাড়ি থেকে নির্বিঘ্নেই কর্মস্থলে ফিরছে মানুষ।
সরেজমিন দেখা যায়, মূলত যারা রাজধানী ছেড়ে যাননি, তারাই নির্ধারিত সময়ে অফিসে এসেছেন। রাজধানীর আশপাশের জেলাগুলোতে যারা বাড়ি যান, তাদের অনেককে সরাসরি ব্যাগ নিয়ে অফিসে আসতে দেখা গেছে।
এদিকে ঈদের পর প্রথম কার্মদিবস হওয়ায় ব্যাংকে গ্রাহক উপস্থিতি খুবই কম। বিভিন্ন শাখায় দু/একজন করে গ্রাহক আসছেন। গ্রাহক উপস্থিতি কম হওয়ায় কর্মকর্তারা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করছেন, করছেন কোলাকোলি। সালাম বিনিময়সহ খোঁজ-খবর নেন পরিবার-পরিজনের। মতিঝিল এলাকার বিভিন্ন ব্যাংকের শাখা-উপশাখা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
অন্যান্য ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকের চিত্রও একই। অনেক কর্মকর্তা ছুটিতে থাকায় উপস্থিতি কম। এদিন সকাল থেকেই কর্মকর্তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময়সহ ঈদের অভিজ্ঞতা বিনিময় করেন। কে কোথায় ঈদ করলেন, ঈদের দিন কেমন কাটলো- এসব বিষয়ে কথা বলেন নিজেদের মধ্যে।
কেন্দ্রীয় ব্যাংকের এক পরিচালক বলেন, ‘একসঙ্গে এক ছাদের নিচে কাজ করলাম এতদিন সবাই। ঈদের শুভেচ্ছা বিনিময় না করলে তো হয় না। কে কোথায়, কেমন ঈদ করলেন সেটাও জানা হলো।’ এদিন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সবাই একে-অপরের খোঁজ-খবর নেন।
কথা হয় জনতা ব্যাংক বায়তুল মোকাররম শাখার ম্যানেজার প্রকৌশলী মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘আজ ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় গ্রাহকের উপস্থিতি খুবই কম। আমাদের অনেক কর্মকর্তাও ছুটিতে আছেন। আগামীকাল বা পরশুর মধ্যে আবারও ব্যাংকগুলোয় লেনদেনে আগের চিত্র ফিরে আসবে।’
অগ্রণী ব্যাংক কর্মকর্তা নোমান বলেন, ‘গ্রাহক উপস্থিতি কম থাকায় সময়ের ফাঁকে ফাঁকে একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা সেরে নিচ্ছেন সবাই। এতে নিজেদের মধ্যে বন্ধন দৃঢ় হয়। যদিও কাল-পরশু থেকে এ সুযোগ পাওয়া যাবে না, লেনদেন পুরোদমে চলবে।’