ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। এ বছর চারুকলা ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। প্রথমবারের মতো নতুন নামে চার ইউনিটে প্রায় তিন লাখ ভর্তিচ্ছু এ ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস গতকাল শুক্রবার এসব তথ্য দিয়েছে।
চলতি বছর চারুকলা ইউনিটে ২৯ এপ্রিল, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৬ মে, বিজ্ঞান ইউনিটে ১২ মে এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ১৩ মে ভর্তি পরীক্ষা হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। ভর্তিচ্ছু ও অভিভাবকদের কষ্ট কমাতে এবারও আট বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শুধু চারুকলা ইউনিটের পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিভাগে খুলনা বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিভাগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিভাগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবং ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
আসন সংখ্যা
ভর্তি অফিসের তথ্যমতে, এবার চার ইউনিটে ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে ২ লাখ ৯৮ হাজার ৪২৯ ভর্তিচ্ছু আবেদন করেছেন। সেই হিসাবে প্রতি আসনে প্রায় ৫০ শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন। বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১ আসনের মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিকের জন্য ৫১টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, মানবিকের জন্য ১ হাজার ৭৪৪টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৮২টি আসন রয়েছে। ব্যবসায় শাখা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞানের জন্য ৯৫টি এবং মানবিকের শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে। চারুকলা ইউনিটে ১৩০টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।