সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর রোববার বলেছে যে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিদ্রোহীদের ভয়াবহ আক্রমণে বিস্তীর্ণ অঞ্চল হারানোর পর দেশ ছেড়েছেন। বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।
অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেছেন, ‘সেনা নিরাপত্তা বাহিনী এই স্থান ত্যাগ করার আগেই আসাদ দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সিরিয়া ত্যাগ করেন।’ তবে এএফপি তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করতে পারেনি।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।