অনেক চড়াই উৎরাই ও প্রতিক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ইন্ডিয়া-বাংলাদেশ ফেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মাণ কাজের উদ্বোধন করেন। আজকের এই মাহেন্দ্রক্ষণ উপলক্ষ্যে পার্বতীপুর রেলহেড ডিপোর পাশে স্থাপিত রিসিপ্ট টার্মিনালটি বর্ণিল সাজে সাজানো হয়। রাস্তার দুধারে শহর পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডিজিটাল ফেস্টুন ও ব্যানারে সজ্জিত করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশের ব্যয় হয়েছে প্রায় ৩০৬ কোটি টাকা।
পার্বতীপুর উপজেলা মিলনায়তনে ভিডিও কনফারেন্স প্রদর্শনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অপারেশন ও পরিবহণ পরিচালক অতিরিক্ত সচিব খালিদ আহাম্মেদ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের বিপনন পরিচালক যুগ্ম সচিব অনুপম বড়ুয়া, যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আনসারি, পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান, মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সালেহ ইকবাল, পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেডের পরিচালন ব্যবস্থাপক মো. আব্দুল সোবহান, পাইপলাইন প্রকল্পের মহাব্যবস্থাপক (এমডি) টিপু সুলতান, জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহাম্মেদ, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক ও পৌর মেয়র আমজাদ হোসেন।
এ পাইপলাইন নির্মাণ প্রকল্পের আওতায় মোট ১৩১.৫৭ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে। তার মধ্যে বাংলাদেশ অংশে ১২৬.৫৭ কিলোমিটার এবং ভারত অংশে ৫ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করা হয়েছে।
ভারত সরকার আইবিএফবিএলের ভারতীয় অংশের ৫ কিলোমিটার পাইপলাইন এবং বাংলাদেশ অংশের ১২৬.৫৭ কিলোমিটার পাইপলাইন নির্মাণে অর্থায়ন ও কারিগরি সহযোগিতা দিয়েছে।
বাংলাদেশ অংশে এই আপদকালীন তেল ডিপো নির্মাণের ফলে প্রতিকূল পরিস্থিতে নির্বিঘ্নে জ্বালানি তেল আমদানি ও গ্রহণ নিশ্চিত হবে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।