শতাধিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ হতে যাচ্ছে। এর মধ্যে তিন পৌরসভায় হবে সাধারণ নির্বাচন ও পাঁচ পৌরসভার বিভিন্ন উপনির্বাচন, তিনটি উপজেলায় সাধারণ ও উপনির্বাচন, ১৬টি উপজেলার ৪৬টি ইউপির সাধারণ নির্বাচন এবং ৫১ উপজেলার ৫৬টি ইউপির বিভিন্ন পদে উপনির্বাচনে ভোট গ্রহণ হবে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, যে তিন পৌরসভায় সাধারণ নির্বাচন হবে সেগুলো হচ্ছে চট্টগ্রামের নাজিরহাট, টাঙ্গাইলের এলেঙ্গা ও ময়মনসিংহের হালুয়াঘাট। বিভিন্ন পদে উপনির্বাচন হবে মধুখালী, বদরগঞ্জ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ও রহনপুর পৌরসভায়। দর্শনা, ফেনী, মাদারীপুর পৌরসভায়ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন হওয়ার কথা ছিল; কিন্তু এই তিন পৌরসভায় প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা ঘটেছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।