রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী জানান, মেলার শেষ শুক্রবার হিসেবে গতকাল সাড়ে তিন থেকে চার লাখ লোকের সমাগম ঘটেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী জানান, মেলার শেষ শুক্রবার হিসেবে গতকাল সাড়ে তিন থেকে চার লাখ লোকের সমাগম ঘটেছে।
মেলার গেট ইজারাদার আবদুল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছালাউদ্দিন ভুইয়া জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এক লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। আরো ৫০ হাজার টিকিট বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মিরপুর থেকে পরিবারের সদস্যদের নিয়ে মেলায় এসেছিলেন রেজওয়ানা পারভিন। তিনি বলেন, একটু দূরে হওয়ায় আসতে অসুবিধা হয়েছে। তবে আসার পর পণ্য দেখে ও কম দামে কিনতে পেরে খুশি।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।