ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিলর ও ডেলিগেট কার্ড বিতরণ শুরু করছে। দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে জেলা সভাপতি-সাধারণ সম্পাদক ও তাদের প্রতিনিধিদের কাছে এই কার্ড বিতরণ করা হয়।
বুধবার এই কার্ড বিতরণ শুরু হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করেন। পরে দলটির সম্মেলন উপলক্ষে গঠিত উপ-কমিটির সদস্যরা এগুলো বিতরণ করেন। সম্মেলনের কাউন্সিলর ও ডেলিগেট কার্ড সংগ্রহের জন্য বিভিন্ন বিভাগের জন্য রয়েছে পৃথক বুথ।
আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে সারা দেশ থেকে ৭ হাজার কাউন্সিলর এবং এক লাখের অধিক ডেলিগেট অংশ নেবেন। মঞ্চ সাজসজ্জা উপ-কমিটির পক্ষ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানিয়েছেন, কাউন্সিলে প্রবেশের জন্য ৫টি গেট থাকবে। তার মধ্যে একটি ভিআইপি ও চারটি গেট থাকবে ডেলিগেট ও কাউন্সিলদের প্রবেশের জন্য। আমাদের কাউন্সিলরের সংখ্যা ৭ হাজার। এ ছাড়াও এক লাখের অধিক ডেলিগেট অংশ নেবেন।