নৈতিক স্খলনসহ নানা অভিযোগের ভিত্তিতে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বেশকিছু অভিযোগে উনাকে (দেলোয়ার হোসেন) অব্যাহতি দেওয়া হয়েছে। সভায় আলোচনার ভিত্তিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিডিয়ার কাছেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল।’
এর আগে গত মঙ্গলবার রেজিস্ট্রারের সঙ্গে এক ছাত্রীর অশ্লীল, কুরুচিপূর্ণ কথাবার্তা সম্বলিত ২৬ মিনিট ৩২ সেকেন্ডের একটি ফোনালাপ ফাঁস হয়। এরপরই রেজিস্ট্রার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, বেতন বৈষম্য, নিয়োগ বাণিজ্য, অনুসারীদের অধিক সুবিধা প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ উঠে আসে।
এ ঘটনায় তিন দিনের মধ্যে রেজিস্ট্রারকে বরখাস্তের দাবি জানিয়ে পর দিন ট্রাস্টি বোর্ডকে লিখিত বিবৃতি দেয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। এছাড়া তাকে বরখাস্ত এবং ঘটনার তদন্তের দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন অগ্নিসেতু, সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার ও ডিবেটিং সোসাইটি।
এ অবস্থার পরিপ্রেক্ষিতে জরুরি সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড। আজ শনিবার অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ট্রাস্টি বোর্ডের সভায় অন্য সদস্যদের মধ্যে অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক হোসনে আরা শাহেদ, অধ্যাপক আলতাফুন্নেসা, অধ্যাপক দিলারা চৌধুরী, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু উপস্থিত ছিলেন।
ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, উনি (দেলোয়ার হোসেন) অব্যাহতি চেয়েছেন। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।